দর্পণ ডেস্ক : চট্টগ্রামে প্রথম টেস্টের চতুর্থ দিনে ভারতের দেয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শনিবার বিনা উইকেটে ৪২ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ লাঞ্চের আগে কোনো উইকেট হারায়নি। তবে লাঞ্চ বিরতি থেকে ফেরার পর সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও লিটন দাস। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে অভিষেকেই শতক হাঁকান ওপেনার জাকির হাসান।
চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে শতক হাঁকালেন এই বাঁহাতি। এর আগে, আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজু অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। শতকের পরই অবশ্য সাজঘরে ফেরেন জাকির। ২২৪ বলে ১০০ রানের ইনিংস খেলে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন তিনি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.