অনলাইন ডেস্ক : প্রায় পাঁচ মাস পর আবারো ঢাকায় আসছেন রিচি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মধ্যরাতে এ অভিনেত্রী ঢাকার মাটিতে পা রাখবেন বলে আমেরিকা থেকে মুঠোফোনে জানিয়েছেন। তিনি আরো জানান, এবার কয়েকটি কারণে ঢাকায় আসছেন। এগুলো হচ্ছে মায়ের সঙ্গে কোরবানির ঈদ করা, রংপুরে নানী রিজিয়া বেগমকে দেখতে যাওয়া এবং কয়েকটি ঈদ নাটক-টেলিফিল্মে কাজ করা। সব মিলিয়ে আগামী সেপ্টেম্বর পর্যন্ত তিনি দেশে থাকবেন বলে জানান। রিচি আরো জানান, আগামী আগস্টে তার স্বামী তার সঙ্গে সময় কাটাতে আমেরিকা থেকে দেশে আসবেন।
পরে সেপ্টেম্বরের মাঝামাঝিতে তারা একসঙ্গে আমেরিকা ফিরে যাবেন। এদিকে রিচি অভিনীত রহমতুল্লাহ তুহিন পরিচালিত ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকটি প্রতি শনি ও রবিবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এতে তিনি ফেরদৌসী মজুমদারের মেয়ের চরিত্রে অভিনয় করছেন। একই পরিচালকের নির্দেশনায় তিনি আমেরিকায় শুটিংয়ে অংশ নিচ্ছেন ‘নিউ ইয়র্ক থেকে বলছি’ নামের একটি নাটকে। এ মাসের শেষে ধারাবাহিক এ নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে বলে জানান নির্মাতা তুহিন।