ঢাকা: প্রয়াত সংসদ সদস্য বেগম রেবেকা মমিনের নেত্রকোনা-৪ আসনে আগামী ২ সেপ্টেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১৬ জুলাই) কমিশন বৈঠক শেষে নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, আগামী ২ সেপ্টেম্বর নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচন হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

তফসিল হচ্ছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই। আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই। প্রতীক বরাদ্দ ১ আগস্ট।

ইসি সচিব বলেন, এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

নির্বাচনে ব্যালট পেপারে ভোট হবে। সিসি টিভি থাকবে না।

গত ১১ জুলাই রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।