ঢাকা: ঢাকা-১৭ আসনের নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা জানিয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন পরিস্থিতি নিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের ফলাফল মেনে নেবো কি না, সেটা পরের বিষয়। তবে আমরা ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবো। আমরা দেখতে চাই, তারা আমাদের ওপর কতটা অত্যাচার করতে পারে, কতবার আমাদের এজেন্টদের বের করে দেয়, কতটা জোর করে ব্যালট পেপারে সিল মারে। এটি জনগণ দেখবে। আমাদের ওপর কতটা অন্যায়-অত্যাচার করা হয়, সেটি দেখার জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো।

এর আগে তিনি বলেন, নির্বাচনে সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম। ভোটাররা ভয়ে আছেন। সকাল থেকে শুনেছি অনেক কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আমি নিজেও বনানী মডেল স্কুলে এসে দেখলাম আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। পরে আমি নিজে দাঁড়িয়ে থেকে এজেন্টদের ভেতরে ঢোকালাম।

তিনি আরও অভিযোগ করেন, মোট ১২টি কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আমি এখন সেই জায়গাগুলোতে যাবো। দেখবো, কেন আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।