ইউএনবি:

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের নিতে ইচ্ছুক, কিন্তু কিছু বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থা এই মুহূর্তে তাদের প্রত্যাবাসন সমর্থন করছে না। তারা (আন্তর্জাতিক সম্প্রদায়) মনে করে, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো বুদ্ধিমানের কাজ হবে না।’

বুধবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ড. আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রত্যাবাসন শুরু করতে রোহিঙ্গা ইস্যুতে কাজ করছেন এমন সব স্টেকহোল্ডারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থা আমাদের প্রত্যাবাসন না করার জন্য পরামর্শ দেয়। রোহিঙ্গারা ফিরতে ইচ্ছুক এবং মিয়ানমার সরকারও তাদের ফিরিয়ে নিতে ইচ্ছুক।’

ড. মোমেন বলেন, ‘ঢাকা সফরকারী এশীয়বিষয়ক চীনের বিশেষ দূত ডেং শিজুন চেষ্টা করছেন। তিনি শুধু রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে এসেছেন।’

শিজুন ঢাকায় দুটি পৃথক বৈঠক করেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের কণ্টকাকীর্ণ বিষয়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।