মাকসুদা আক্তার প্রিয়তি

‘বড় লক্ষ্য জয়ের তাড়না আপনিই চলে আসে’

আমাদের সবার ভেতরে মহান হওয়ার সত্ত্বা আছে, কিন্তু প্রথমে আমাদেরই তা হব কী না ঠিক করতে হবে। জীবনের এ সংক্ষিপ্ত সময় আদর্শের সঙ্গেই বাঁচতে হবে, ভেতরে বাস করা শ্রেষ্ঠত্বকে আলিঙ্গন করার সময় এখনই।

অসাধারণ কিছু করার ইচ্ছা থেকেই মহানুভবতা চলে আসে।নিজেকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এবং অবিরতভাবে স্বপ্নের পেছনে ছুটে চলা।

এ সবকিছুর শুরুটা লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনের মধ্য দিয়ে।তবে আপনি যখন নিজের অবস্থার চেয়ে বড় লক্ষ্য ঠিক করেন তখন আরও ভালো কিছু জয়ের তাড়না আপনাআপনিই চলে আসে।

(ফেসবুক থেকে সংগৃহীত)