এসকে আব্দুল্লা, গুরুদাসরুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে শিউলি খাতুন (২৬) নামে এক গৃহবধুকে নির্যাতন করে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনায় শ্বাশুরী আবেদা বেগমকে আটক করেছে থানা পুলিশ। অপরদিকে আফসার আলী (৬৬) নামে এক বৃদ্ধ গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িবামন গাড়া গ্রামে ওই হত্যার ঘটনা ঘটে। ১৪ বছর পুর্বে দড়ি কাছিকাটা গ্রামের আফতাব হোসেনের মেয়ে শিউলির সাথে পার্শ্ববর্তী দড়িবামন গাড়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে আনিসুর রহমানের সাথে বিয়ে হয়। ২ সন্তানের জননী ওই গৃহবধু শিউলিকে বিয়ের পর থেকে কারনে-অকারনে বিভিন্ন ভাবে শারিরীক ও মানষিক নির্যাতন করতো। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে একবা মারপিট করে। পরবর্তী বিকেলে আবার মারপিট করে। রাত ৯টার দিকে আবার মারপিট করতে গিয়ে অচেতন হয়ে পড়লে তার মুখে কীটনাশক ঢেলে দিলে সে মারা যায়। পরিবারের দাবি, তাকেমারপিট করার পর অচেতন হয়ে পড়লে তার মুখে বিষ ঢেলে দিয়ে বিষ খাইয়ে মারা গেছে বলে চালানোর চেষ্টা করেন। নিহতের বাবা আফতাব হোসেন জানান, তার মেয়েকে ইতিপুর্বে মেরে চুল কেটে দেওয়া, দাঁত ভেঙ্গে দেওয়াসহ ঘটনার দিনও তিনবার মেরেছে। তার মেয়েকে মারপিট করার সময় অচেতন হয়ে পড়লে মুখের মধ্যে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে। নিহতের স্বামী আনিসুরের দাবি তাকে মারপিট করা হয়েছে সত্য। তবে হত্যা করা হয়নি। বিষ খেয়ে সে নিজেই আত্মহত্যা করেছে।
অপরদিকে একই দিন রাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের ছইমুদ্দিনের ছেলে আফসার আলী (৬৭) নামের এক বয়স্কের আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে। জানাযায়, বহস্পতিবার রাত ৯টার দিকে সে গ্যাস ট্যাবলেটখায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকেও রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাজশাহী নেওয়ার পথে তিনি মারা জান।
এঘটনায় অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, শিইলির লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে। লঅশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে আফসার আলী আত্মহত্যা করেছে। তবে তেমন কোন কারণ জানা যায়নি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.