অনলাইন ডেস্ক:
ময়মনসিংহে মিলাত তারাশি (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা করেছে তা জানা যায়নি। শহরতলীর দিঘারকান্দা এলাকায় শুক্রবার বিকালে তার ওপর হামলা হয়। রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাকের আহমেদ বলেন, দিঘারকান্দা এলাকায় মিলাতকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় অজ্ঞাত কয়েকজন যুবক।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে রাতে চিকিসাধীন অবস্থায় মারা যান। মিলাত শহরের মাসকান্দা গণশার মোড় এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাব্বী (১৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।