অনলাইন ডেস্ক : স্কর্ট পার্ডি (২৩) নামক এক ব্রিটিশ যুবক দাবি করেছেন একটি ব্যথানাশক ওষুধ গ্রহণের পর তিনি সমকামী হয়ে গেছেন। আগে তিনি নারীদের প্রতি সহজাত আকর্ষণ বোধ করতেন। তার বান্ধবীও ছিল। কিন্তু এখন আর নারীদের প্রতি কোনো আকর্ষণ বোধ করেন না।

পায়ে আঘাত পাওয়ার পর Pregabalin নামের ওই ওষুধ সেবন শুরু করেন স্কর্ট পার্ডি।বিষয়টি বুঝতে পারার পর তিনি ওষুধ গ্রহণ বন্ধ করেন। যদিও এখন তিনি তা নিয়মিত গ্রহণ করছেন। কারণ তার চরিত্রের এ নতুনত্ব তিনি বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন। কিন্তু অন্যদের এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন, ‘আমার মনে হয়েছে সবার এটা জানা উচিত। কাউকে যদি ভবিষ্যতে এ ওষুধ দেয়া হয় তাহলে এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তাদের জেনে নেয়া প্রয়োজন।’

বান্ধবীর সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন স্কর্ট পার্ডি, ‘আমি তাকে বলেছি, আমি পুরুষদের পছন্দ করি। আমি তোমার সঙ্গে থাকতে পারবো না।’ সূত্র: ডেইলি মেইল