নরসিংদী জেলার পলাশ উপজেলায় মনির হোসেন (৪০) নামে এক দিনমজুরকে নিজ বাড়ির উঠানেই হাত-মুখ বেঁধে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন নরসিংহারচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১ টার দিকে নিহত মনির হোসেনের মুঠোফোনে একটি কল আসে। পরে নিহত মনির হোসেন তার স্ত্রী কোহিনুর বেগমের ওড়না কাধে দিয়ে ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরে নি। ভোর সকালে ফজরের নামাজ পড়ার জন্য যখন নিহত মনির হোসেনের বাবা জামাল উদ্দিন ঘর থেকে বের হয়। তখনই বাড়ির উঠানে ঘরের দরজার সামনে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছেলে মনির হোসেনের গলাকাটা লাশ দেখতে পায়। পরে বাবা জামাল উদ্দিনের আত্মচিৎকারে বাড়ির মানুষসহ আশপাশের মানুষ ছুটে আসে।
এসময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, রাতের আধাঁরে দিনমজুর মনির হোসেনকে গলাকেটে হত্যা করার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা রাতে ফোন করে মনির হোসেনকে ঘর থেকে বের করে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।বিষয়টি খুবই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।এছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পলাশ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।