অনলাইন ডেস্ক : সারিন গ্যাস হামলার অভিযোগে অভিযুক্ত জাপানের এক আধ্যাত্মিক নেতা ও তার ৬ শিষ্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
শুক্রবার সকালে শকো আসাহারা ও তার শিষ্যদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির মন্ত্রিসভার মুখ্য সচিব ইয়োশিদি সুগা এ তথ্য নিশ্চিত করেছেন। ১৯৯৫ সালের ২০ মার্চ টোকিওর একটি পাতাল রেলস্টেশনে ব্যাগভর্তি তরল রাসায়নিক গ্যাস রেখে আসে অম শিনরিকিয়াওযের কর্মীরা।
পরে সেটি ছিদ্র হয়ে রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ে। রাসায়নিক গ্যাসের প্রতিক্রিয়ায় সেখানে থাকা লোকদের চোখ জ্বালাপোড়া, কাশি ও বমি আসতে শুরু করে। কেউ কেউ অন্ধ ও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। ওই ঘটনায় মারা যায় ১৩ জন।
আর অসুস্থ হয়ে পড়ে কয়েক হাজার লোক। পরবর্তী কয়েক মাসে গুপ্ত সংগঠনটির সদস্যরা কয়েকটি রেলস্টেশনে হাইড্রোজেন সায়ানাইড ছড়িয়ে দেয়ার চেষ্টা করে।
টোকিওর পাতাল রেলে রাসায়নিক হামলার ওই ঘটনায় প্রচণ্ডভাবে নাড়া খায় জাপান।