অনলাইস ডেস্ক :
ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এএইচএম মোয়াজ্জেম হোসেন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩।
তিনি কয়েক সপ্তাহ ধরে ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন। সিঙ্গাপুরেও তার চিকিত্সা হয়েছে। ফুসফুসের জটিলতা নিয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, মোয়াজ্জেম হোসেন সংবাদ অঙ্গনে বলিষ্ঠ কণ্ঠ। তিনি ছিলেন সত্য প্রকাশে সর্বদাই নির্ভীক। তার মৃত্যুতে এ অঙ্গনে যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। মন্ত্রী তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মোয়াজ্জেম হোসেন ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকোত্তর সম্পন্ন করেন। বাংলাদেশ অবজারভারে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। এছাড়া তিনি কাজ করেছেন, দ্য নিউ নেশন, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দ্য ঢাকা কুরিয়ার এবং দ্য ডেইলি স্টারে। মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ ইকোনোকমিক রিপোটার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
এএইচএম মোয়াজ্জেম হোসেন স্ত্রী, এক ছেলে ও এক কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর ঢাকার আজিমপুর গুরুস্থানে তাকে দাফন করা হবে।