অনলাইন ডেস্ক : প্রোটিসমৃদ্ধ ডিমে রয়েছে নানা পুষ্টিগুণ-এটা সবারই জানা।তবে ডিমের খোসাও যে নানা কাজে ব্যবহার করা যায় এটা হয়তো অনেকেরই জানা নেই।

১.বাতের ব্যথা বা জয়েন্ট পে্ই কমাতে একটা বাটিতে অ্যাপল সিডার ভিনেগারের সঙ্গে একটা ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন। দুই দিন রেখে দিলে ডিমের খোসাগুলো ভিনেগারের সঙ্গে মিশে যাবে। এবার এই মিশ্রণটা ব্যথার স্থানগুলোতে লাগান। ডিমের খোসায় থাকা কোলাজেন, গ্লুকোসামিন, হায়ালুরোনিক এসিড ভিনেগারের সঙ্গে মিশে ব্যথা কমাতে ভূমিকা রাখে।

২.বাড়িতে বাগান থাকলে তার চারপাশে কিংবা গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন।পোকামাকড় থেকে গাছপালা মুক্ত থাকবে। এছাড়া ডিমের খোসায় থাকা ক্যালসিয়াম ও খনিজ মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।

৩.ডিমের সাদা অংশের সঙ্গে ডিমের খোসা গুঁড়ো করে মিশ্রণ তৈরি করুন। এরপর ১৫ মিনিট মুখে রেখে হালকা গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

৪. ময়লার কারণে অনেকসময় রান্নাঘরের সিঙ্ক বন্ধ হয়ে যায়। ডিমের খোসা গুঁড়ো করে সিঙ্কের মুখে লাগান। এরপর কল ছেড়ে দিন। এতে সিঙ্কের মুখ পরিষ্কার হবে।থালা বাসনের পোড়া দাগ দূর করতেও উপকারী ডিমের খোসা।ডিশ ওয়াশিং পাউডারের সঙ্গে ডিমের খোসা গুঁড়ো মিশিয়ে থালা বাসন মাজলেই মুহূর্তেই দূর হবে পোড়া দাগ।