অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন সম্পাদককে বৃহস্পতিবার অথবা শুক্রবার কেবিনে স্থানান্তর করা হতে পারে। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. অ্যারন উংয়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

চিকিৎসকের উদ্বৃতি দিয়ে সিঙ্গাপুরে অবস্থানরত গোলাম সারওয়ারের জামাতা মিয়া নাইম হাবিব জানান, চিকিৎসকরা বলেছেন, গোলাম সারওয়ারের ফুসফুসে সংক্রমণ প্রায় অর্ধেক কমেছে। একইসঙ্গে ফুসফুসে জমে থাকা পানির ৬০ শতাংশ অপসারণ হয়েছে। হৃদযন্ত্রও সঠিকভাবে কাজ করছে। বর্তমানে তাকে প্রতি মিনিটে ১ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। ঢাকায় থাকতে প্রতি মিনিটে তাকে ১০ লিটার অক্সিজেন দেওয়া হতো। বৃহস্পতিবারের মধ্যে অক্সিজেন ছাড়াই তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকরা। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে আরও দুই সপ্তাহ বা বেশি সময় সিঙ্গাপুরে থাকতে হতে পারে বলেও জানান তিনি।

গোলাম সারওয়ারের আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। সিঙ্গাপুরে গোলাম সারওয়ারের সঙ্গে আরও আছেন তার স্ত্রী সালেহা সারওয়ার, দুই ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জন ও গোলাম সাব্বির অঞ্জন এবং সমকালের বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম।

হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় আক্রান্ত সমকাল সম্পাদককে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার মধ্যরাতে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। শনিবার সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।