দর্পণ ডেস্ক : মুন্সীগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ সুপারের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম মুন্সীগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, সমাজ সভ্যতা বিনির্মাণে পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযাত্রী। মাদক নির্মূলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক খাদিজা আক্তার সেতু, সহ-সভাপতি জসীম উদ্দীন দেওয়ান, সাইফুর রহমান টিটু, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, সোনিয়া হাবিব লাবনী, লাবুুনী মোল্লা প্রমুখ।
এদিকে গত তিন দিন আগে নারায়ণগঞ্জের মাইজদাইরে ছেলের বাসায় বেড়াতে আসা বৃদ্ধ বাবা রহিমউদ্দিন দুপুরে জোহরের নামাজ আদায় শেষে হারিয়ে মুন্সীগঞ্জ শহরের চলে আসে। মুন্সীগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেতু ইসলাম তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকা থেকে। পরে দিনাজপুর জেলার কাহালুর থানার ওসি আইয়ুব আলী ও নিউজ ২৪-এর দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের সহায়তায় বৃদ্ধ রহিমউদ্দিনের পরিচয় শনাক্ত করা হয়। সোমবার বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বৃদ্ধ রহিমউদ্দিনকে তার ছেলে বাবুলের হাতে তুলে দেন মুন্সীগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে।
রহিমউদ্দিন গত ১০ দিন আগে তার ছোট ছেলে বাবুলের কাছে নারায়ণগঞ্জের মাজদাইরের বাসায় দিনাজপুরের কাহালুর উপজেলার মহিদীপুর গ্রাম থেকে বেড়াতে এসেছিলেন।