অনলাইন ডেস্ক :

বেসরকারি উদ্যোগে রাজধানীতে শুধু নারীদের জন্য চালু হয়েছে বাংলাদেশের বেসরকারি পরিবহন সংস্থার দোলনচাপা বাস সার্ভিস। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বাস চলাচল করছে। প্রাথমিকভাবে মতিঝিল-মিরপুর রুটে চলাচল করবে বাসটি।

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সার্ভিসের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশের র‌্যাংস গ্রুপ এবং ভলভো আইখার কমার্শিয়াল ভেহিকলস যৌথ উদ্যোগে দোলনচাপা বাস সার্ভিসটি চালু করা হয়।

বেসরকারি ওই পরিবহন সংস্থা সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েকের মধ্যে ঢাকা শহরে আরো ১০ টি এই ধরনের বাস নামানো হবে। দুটি রুটে সব মিলিয়ে ৩০টি বাস নামানোর অনুমতি পাওয়া গেছে।

১৫ জুন থেকে আজিমপুর-মিরপুর রুটে একই ধরনের বাস চলাচল শুরু করবে বলে জানা গেছে।