পকেটে পৃথিবী ভাঁজ করে কোনখানে যাও, কেন যাও,
কী লাভ? কিচ্ছু না
জগৎ ভরমিয়া দেখো একই মানুষ,
একই মায়ের পুত,
একই পাহাড়, একই সমুদ্র, একই আকাশের ছায়া
একই মাতৃস্নেহ, একই মায়া;
পকেটে পৃথিবী, কিন্তু একই শীত গ্রীষ্ফ্ম বর্ষা
না না না, বৃথা এই খোঁজা
জগৎ ভরমিয়া দেখি একই একই মায়ের পুত।