বাংলাদেশ বিমান

শনিবার (৭ মার্চ) কুয়েতের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে একটি টুইট-বার্তার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ মোট সাতটি দেশের ফ্লাইট একসপ্তাহের জন্য বাতিলের ঘোষণা দিয়েছে কুয়েত। উল্লেখিত দেশগুলো হলো, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মিসর, লেবানন, সিরিয়া ও ফিলিপাইন।

শনিবার (৭ মার্চ) কুয়েতের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে একটি টুইট-বার্তার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

এছাড়া, গত দু’সপ্তাহের মধ্যে কুয়েতের নাগরিক ব্যতীত যেসব যাত্রী উল্লেখিত সাতটি দেশে ছিলেন তাদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, ওই সাতটি দেশের কোনও নাগরিক যদি কুয়েতে প্রবেশ করতে চায় তবে তাদেরকে কোয়ারান্টাইনে রাখা হবে।

এপর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে ৩৪০০ জন নিহত ও প্রায় ১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।