সামাজিক যোগাযোগ মাধ্যমে এক থ্রিলার লেখকের বই নিয়ে বেশ হইচই হচ্ছে। লেখকের নাম ডিন কুন্টজের। তার উপন্যাসটির নাম ‘দি আইস অব ডার্কনেস’। উপন্যাসটিতে বহু আগেই ওঠে এসেছে করোনার কথা।    

নেটিজেনরা দেখাচ্ছেন, এতে ভাইরাসটির নাম দেওয়া হয় উহান ৪০০৷ উপন্যাসে দেখানো হয়, চীনের উহান প্রদেশের গবেষণাগারে জৈব অস্ত্র হিসেবে এই ভাইরাস তৈরি করা হবে৷

ডিন তার লেখনিতে বলেছেন, ১২ ঘণ্টায় একটি অঞ্চলের সব মানুষকে মেরে ফেলতে পারে এই ভাইরাস৷ ৩৩৩ নম্বর পাতায় দেখা যাচ্ছে, এক চরিত্র বলছে, ‘‘উহান-৪০০ একটি দারুণ অস্ত্র৷ এটা শুধুই মানুষের ওপরেই কার্যকর হবে৷ এটি অনেকটি সিফিলিসের মতো৷ মানবদেহের বাইরে এক মিনিটের বেশি অস্তিত্ব রাখতেই পারবেই না৷’’

বিষয়টি সামনে আসতেই নানা সম্ভাবনার কথা ঘুরে বেড়াচ্ছে৷ এ নিয়ে এক টুইটার ব্যবহারকারী  লিখেছেন, অনেক আগেই এই বই আকারে ইঙ্গিতে সতর্ক করেছিল করোনা নিয়ে৷ যেমন, উহান ৪০০-এর কথা লেখা রয়েছে ৩৩৩ নম্বর পাতায়৷ করোনা ভাইরাস বানাতে প্রয়োজনীয় আরএনএ প্রোটিনটির বেস ৩৩৩৷ উহান-৪০০ ভাইরাসের ৪০০ সংখ্যাটিকে ২০*২০ এই ভাবেই লেখা যায়৷ ওই টুইটারেত্তির দাবি এভাবেই সতর্ক করেছিলেন লেখক৷ অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি ডিন কুন্টজকে৷

তবে মিল যেমন রয়েছে অমিলও রয়েছে৷ কুন্টজ দেখিয়েছিলেন, উহান ৪০০ ০-এর সংক্রমণে মৃত্যর সম্ভাবনা ১০০ শতাংশ৷ কিন্তু তথ্য বলছে করোনা বিপর্যয়ের ফলে মৃত্যুর হার ২ শতাংশ যা ইবোলার থেকেও কম৷ প্রাথমিকভাবে উপন্যাসটিতে চীনা শহর উহানের নাম নেওয়া হয়নি৷ নাম নেওয়া হয়েছিল ‘গোর্কি’ নামক এক রাশিয়ান শহরের৷ কিন্তু ১৯৮৯ সালে নাম বদলে ‘উহান’ করে দেওয়া হয়৷

প্রসঙ্গত বিশ্বব্যাপী ৯৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভয়াবহ এ ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৩ হাজার ২০০ জনের বেশি মানুষ।