জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের একাদশে একাধিক পরিবর্তনের আভাস আগেই দিয়ে রেখেছেন নির্বাচকরা। প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে অবশ্য কোনো পরিবর্তন আনা হয়নি। কেবল ১৫ জনের সঙ্গে নতুন করে সৌম্য সরকারকে যুক্ত করা হয়েছে। প্রথম দুই ম্যাচের একাদশে খেলেছিলেন মোট ১৩ জন, যার অর্থ তিনজন এখনও মাঠে নামার অপেক্ষায়।

সৌম্য প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে ছিলেন না মূলত ছুটির কারণে। বিয়ের কারণে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত ছুটিতে ছিলেন তিনি। বুধবার সিসিডিএম কার্যালয়ে গিয়ে আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দলবদল করেছেন। জাতীয় দলের সঙ্গে অনুশীলনে নামার কথা আজ বৃহস্পতিবার। 

বাঁহাতি এ ব্যাটসম্যান সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাইয়ে, শ্রীলংকার বিপক্ষে। এরপর বাংলাদেশ দলও প্রথম পঞ্চাশ ওভারি সিরিজ খেলতে নেমেছে এবার জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে মাশরাফি বিন মুর্তজার দল। শুক্রবার সিলেটে হবে তৃতীয় ওয়ানডে।