করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষ্মণ, প্রতিরোধের উপায়, সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে করণীয় এবং সহায়তার জন্য যোগাযোগের ফোন নম্বর এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে আইইডিসিআর
ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রামণ। উৎপত্তিস্থল চীন থেকে শুরু করে বিভিন্ন দেশে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে দেড় লাখের বেশি মানুষ। সবশেষ বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই তিনজনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হলো।
রবিবার (৮ মার্চ) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া করোভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই ভাইরাস সংক্রমণের কারণ, আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষ্মণ, প্রতিরোধের উপায়, সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে করণীয় এবং সহায়তার জন্য যোগাযোগের ফোন নম্বর এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে আইইডিসিআর।
আক্রান্তের লক্ষণ
ভাইরাস শরীরে প্রবেশের পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় দুই থেকে ১৪ দিন লাগে। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ জ্বর। এছাড়া শুকনো কাশি বা গলা ব্যথা হতে পারে। এক পর্যায়ে শ্বাসকষ্ট বা নিউমোনিয়া দেখা দেয়। পাশাপাশি রোগীর অন্যান্য অসুস্থতা-যেমন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, হৃদরোগ, কিডনির সমস্যা বা ক্যান্সার থাকলে দেহের বিভিন্ন অঙ্গ বিকল হতে পারে।
সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে করণীয়
১. অসুস্থ রোগীকে ঘরে থাকতে বলুন।
২. মারাত্মক অসুস্থ রোগীকে নিকটস্থ সদর হাসপাতালে যেতে বলুন।
৩. রোগীকে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।
৪. রোগীর নাম, বয়স, যোগাযোগের জন্য পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ করুন।
আইইডিসিআর’এর কন্ট্রোল রুমে যোগাযোগের নম্বর
আক্রান্তের ক্ষেত্রে জরুরি সহায়তার জন্য আইইডিসিআর’এর করোনা কন্ট্রোল রুমে (০১৭০০-৭০৫৭৩৭) অথবা
হটলাইন নাম্বারে (০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭-০০০০১১, ০১৯২৭-৭১১৭৮৪, ০১৯২৭-৭১১৭৮৫) যোগাযোগ করা যেতে পারে।