বিভিন্ন দেশের মন্ত্রীদের বিষয়টি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্চে কোনো বিদেশি অতিথি বাংলাদেশে উপস্থিত থাকছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। সোমবার (৯ মার্চ) রাজধানীতে “কমনওয়েলথ ডে-২০২০” উপলক্ষে এক গোলটেবিল বৈঠক শেষে ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
আবদুল মোমেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহথির বিন মুহাম্মদ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ কোনো বিদেশি অথিতি মুজিববর্ষের অনুষ্ঠানে মার্চে বাংলাদেশে উপস্থিত থাকবেন না। বর্তমান পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ।
মন্ত্রী বলেন, যেহেতু মুজিববর্ষের অনুষ্ঠান সীমিত পরিসরে হচ্ছে, তাই বিদেশি অতিথিদের এখন আনা হচ্ছে না। দেশে করোনাভাইরাস সংকট শেষ হলে অনুষ্ঠানগুলো বড় পরিসরে উদযাপন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সরকারপ্রধানদের চিঠি দিয়েছেন।
পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন দেশের মন্ত্রীদের বিষয়টি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান আবদুল মোমেন।