সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য অর্থ দেওয়ারও ঘোষণা দিয়েছে পর্নহাব
চীন থেকে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের (এনকভ-১৯) প্রার্দুভাবকে মহামারী হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভাইরাসটির সংক্রমণ রোধে প্রতিটি দেশেই নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা। ইউরোপের দেশগুলোর মধ্যে ইউরোপের অবস্থা ভয়াবহতম। এখন পর্যন্ত এই ভাইরাসসৃষ্ট রোগ কোভিড-১৯ এ দেশটিতে মারা গেছেন এক হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৫ হাজার।
পরিস্থিতি সামাল দিতে ইতালিজুড়ে জোরদার করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। বাড়ানো হয়েছে কোয়ারেন্টাইনের সংখ্যা। সরকারি-বেসরকারি কোয়ারেন্টাইন সেন্টারের পাশাপাশি কেউ কেউ থাকছেন “সেল্ফ-কোয়ারেন্টাইন”-এ।
এই যখন পরিস্থিতি তখন ইতালিতে কোয়ারান্টাইনে থাকা মানুষের জন্য বিশেষ সুবিধা চালু করেছে একটি অ্যাডাল্ট কন্টেন্ট ওয়েবসাইট। দেশটিতে কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিরা এখন থেকে সাইটটির “ফ্রি সাবস্ক্রিপশন” সুবিধা উপভোগ করতে পারবেন।
অস্ট্রেলিয়া-ভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা পাওয়া যাবে ইতালিতে। অর্থাৎ সাবস্ত্রাইবাররা এই সময়ের মধ্যে ওয়েবসাইটটির প্রিমিয়াম কন্টেন্ট উপভোগ করতে পারবেন।
পাশাপাশি, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য অর্থ দেওয়ারও ঘোষণা দিয়েছে ওই ওয়েবসাইটটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, “চলো ইতালি, আমরা তোমাদের ভালোবাসি! চলতি মার্চ থেকে মডেলহাব প্ল্যাটফর্মের লাভের অংশ সংক্রমণকালীন সময়ে দান করবে পর্নহাব।”
প্রসঙ্গত, সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে ইতালীয় প্রশাসন। জনগণের চলাচলে সীমাবদ্ধতার নির্দেশ জারি করে থাকতে বলা হয়েছে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। এই আদেশ অমান্য করলে রয়েছে জেল-জরিমানার ব্যবস্থা।