দর্পণ ডেস্ক : সোলস ব্যান্ড থেকে পার্থ বড়ুয়ার অনেক গান শুনেছেন দর্শক। ব্যান্ডের বাইরে কখনও কোন একক অ্যালবাম প্রকাশ হয়নি এ শিল্পীর। অনেক প্রস্তাব এলেও প্রকাশ করেননি একক অ্যালবাম। তবে এবার সে ইতিহাস ভাঙলেন। প্রথমবার প্রকাশ করলেন নিজের একক অ্যালবাম। নাম ‘মুখোশ’।

২৯ মে মধ্যরাতে প্রকাশ হয় পার্থ বড়ুয়ার প্রথম একক অ্যালবাম ‘মুখোশ’-এর প্রথম গান ‘শহর ও মেঘদল’। অ্যালবামটির পৃষ্ঠপোষক হিসেবে আছে আইপিডিসি ফিন্যান্স। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে গানটির ভিডিও উন্মুক্ত হয়।

গানটি নিয়ে পার্থ বড়ুয়া বলেন, ‘প্রথমে বলে নেই এটি আমার প্রথম একক অ্যালবামের গান। যা প্রকাশ হলো ঈদ উপলক্ষে। যদিও এবারে ঈদ আমাদের একেবারেই অন্যরকম গেছে। সবাই ঘরবন্দি। এরমধ্যে আইপিডিসি আয়োজন করেছিল ‘জাগো উচ্ছ্বাসে ঈদ আনন্দে’ নামের ফেসবুক আয়োজন। এর মাধ্যমেই আমার প্রথম অ্যালবাম প্রকাশের ঘোষণাটা আসে। এতে পাঁচটি বিষয়ভিত্তিক গান আছে। যার প্রথমটি ‘শহর ও মেঘদল’।’

‘মুখোশ’-এর অন্য গানগুলোর শিরোনাম এমন- ‘নস্টালজিয়া’, ‘টং এর দোকান’, ‘বৃষ্টির গান’ ও ‘মুখোশ’। সবগুলো গান লিখেছেন রানা। সুর-সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া নিজেই।

বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম পার্থ বড়ুয়া। ১৯৮৮ সালে আইয়ুব বাচ্চুর হাত ধরে পার্থ বড়ুয়ার আগমন ঘটে ব্যান্ড সোলস-এ।