দর্পণ ডেস্ক : লাদাখের গালওয়ান সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে চলছে চরম উত্তেজনা। সোমবার রাতে গালওয়ান উপত্যকায় প্রতিবেশী চীনা সৈন্যদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনার প্রাণহানি ঘটে।

গালওয়ান উপত্যকায় সংঘর্ষের জেরে কূটনৈতিক-সামরিক পর্যায়ে টানা বৈঠকের পরেও সীমান্তে উত্তেজনা কমেনি চীন-ভারতের মধ্যে। বরং দুই পক্ষই চূড়ান্ত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর সামরিক শক্তি বাড়িয়ে চলেছে।

লাদাখে অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার মোতায়েন করেছে ভারত, যাতে রয়েছে ট্যাংকবিধ্বংসী মিসাইল ও রকেট। এছাড়া দুর্গম অঞ্চলে সৈন্য পরিবহনে চিনোক হেভি-লিফট হেলিকপ্টারও পাঠানো হয়েছে সেখানে।

এদিকে থেমে নেই চীনও। দেশটির পিপলস লিবারেশন আর্মিও (পিএলএ) সেনা সরঞ্জাম বাড়াচ্ছে ভারত সীমান্তে। তারা প্যানগং লেকের উত্তর তীর বরাবর কয়েক ডজন ঘাঁটি বসিয়েছে। এছাড়া তিব্বতের হোতান ও কাশগড় বিমানঘাঁটিতে অত্যাধুনিক জে-১১ ও জে৮ যুদ্ধবিমান মোতায়েন করেছে বেইজিং।

খবর পাওয়া যাচ্ছে, দুই দেশের মধ্যে বিবদমান আরেক সীমান্ত ডোকলামেও উত্তেজনা বাড়ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গালওয়ান নিয়ে অশান্তির মধ্যেই ডোকলামে আসে চীনা লাল ফৌজ। কার্যত বলা যায় ডোকলামে টহল দিয়ে গেছে চীনা সেনা।