ছবি: সংগৃহীত

বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার প্রদীপ জুয়েলার্স নামের একটি সোনার দোকানে এ ঘটনা ঘটে। 

এতে জুয়েলার্সের মালিক অধির কর্মকার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন শাহিন মিয়া নামে আরেক ব্যক্তি। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ৮টার হঠাৎ তিনটি বিকট শব্দ হয়। শব্দের পর ধোঁয়ায় অন্ধকার হয়ে গেলে দোকানের সব স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, পাঁচ মিনিটের মধ্যেই ডাকাত দলটি ঘটনাস্থল ত্যাগ করেছে। তবে কী পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে, তা এখনও জানা যায়নি।

পুলিশ সুপার আরও বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হবে আশা করছি।