বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ব্রাজিল ও বেলজিয়াম। ম্যাচে ব্রাজিলকে এগিয়ে রাখছেন বাংলাদেশের সাবেক ও বর্তমান ফুটবলাররা। জিতবে ব্রাজিল, বলছেন তারা। কেউ কেউ দু’দলের জেতার সম্ভাবনা ৫০-৫০ মনে করছেন।

গতি আর কম্বিনেশনের মিশ্রণে ব্রাজিল জিতবে। এমনটি মনে করেন জাতীয় দলের সাবেক গোলকিপার ছাইদ হাছান কানন। তার কথায়, ‘ম্যাচে কে জিতবে বলা মুশকিল। জাপানের সঙ্গে গতিময় ফুটবল খেলেছে বেলজিয়াম।

দুই গোল হজম করেও জিতেচে ইউরোপের দেশ। তবে বেলজিয়ামের চেয়ে এগিয়ে ব্রাজিল। দলগত বোঝাপড়া এবং গতি তাদের অনেক ভালো। হাড্ডাহাড্ডি লড়াই হবে। একটি দিক দিয়ে পিছিয়ে বেলজিয়াম। ব্রাজিল ৯০ মিনিট শক্তি দিয়ে খেলতে পারে। লুকাকুরা তা পারেন না। তাই আমার মনে হয়, ব্রাজিলের জেতার সম্ভাবনাই বেশি।’

ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি অবশ্য দু’দলের জয়ের সম্ভাবনা সমান দেখছেন। তিনি বলেন, ‘ভবিষ্যদ্বাণী করা কঠিন। তবে ব্রাজিল এগিয়ে থাকবে। সেটা নেইমারের জন্য। পিএসজির ফরোয়ার্ড ফর্ম ফিরে পেয়েছেন। গোল করছেন। রক্ষণ ও মাঝমাঠ অনেক শক্তিশালী। আবার বেলজিয়ামের লুকাকু, হ্যাজার্ড রয়েছেন। ম্যাচটি ফিফটি-ফিফটি হতে পারে। তবে অতীত রেকর্ড বলছে, ব্রাজিল এগিয়ে থাকবে।’

ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না, এমন মন্তব্য করলেন জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তার কথায়, ‘দুই গোলে এগিয়ে থাকা জাপানকে হারিয়েছে বেলজিয়াম। এই দলটিকে খাটো করে দেখা চলবে না। যদিও ব্রাজিল একটি পূর্ণাঙ্গ দল। জেতার জন্য মরিয়া হয়ে খেলবেন নেইমার, জেসুস, কুতিনহো, পাউলিনহোরা। দেখা যাক কারা সুযোগ কাজে লাগাতে পারেন।’