IPL 2020: ইডেনে চেন্নাই বনাম কলকাতা ম্যাচ কবে? KKR-এর সম্পূর্ণ সূচি দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: পূর্ব ঘোষণা মতোই ২৯ মার্চ শুরু হতে চলেছে ২০২০ সালের আইপিএল। উদ্বোধনী ম্যাচে ওয়াংখেড়েতে রোহিত শর্মার মুম্বইয়ের মুখোমুখি হবে ধোনির চেন্নাই। কলকাতা আইপিএলে অভিযান শুরু করছে ৩১ মার্চ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ বিরাট কোহলির বেঙ্গালুরু। ঘরের মাঠে ইডেনে নাইটদের প্রথম ম্যাচ ৩ এপ্রিল, দিল্লির বিরুদ্ধে। ৬ এপ্রিল ইডেনে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে কিং খানের কেকেআর।

#IPLSchedule We get our #IPL2020 journey underway against RCB at the Chinnaswamy Stadium on 31 March!

First encounter at Eden will be a face-off against Delhi Capitals on 3 April! #KKR #KorboLorboJeetbo #IPL pic.twitter.com/uEyQW8k9ll

— KolkataKnightRiders (@KKRiders) February 16, 2020

এক নজরে দেখে নিন এবারের আইপিএল-এ নাইটদের সম্পূর্ণ সূচি:

জয়পুর/গুয়াহাটি

 

আরও পড়ুন – শুক্রবার বিশ্বকাপ অভিযান শুরু হ্যারিদের, ভারতীয় সময়ে দেখে নিন টি-২০ বিশ্বকাপের সূচি