দর্পণ ডেস্ক : আয়ারল্যান্ড ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনল। সেবার বেঙ্গালুরুতে ইংল্যান্ডের ৩২৭ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছিল আইরিশরা। ৬৩ বলে ১১৩ রানে রাজসিক ইনিংস খেলে আয়ারল্যান্ডের জয়ের নায়ক ছিলেন কেভিন ও’ব্রায়েন। এবার আরেকটি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর কৃতিত্ব দেখাল টেস্ট পরিবারের সবচেয়ে নবীন সদস্য দেশটি। মেলবোর্নে বুধবার টি২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস মেথডে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ড।
অস্ট্রেলিয়ায় চলমান টি২০ বিশ্বকাপে নামিবিয়ার কাছে শ্রীলংকা, স্কটল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয় ছিল প্রথম রাউন্ডের উল্লেখযোগ্য অঘটন। সুপার লিগেও দু দুটি অঘটন ঘটল। যদিও তা অনেকটাই বৃষ্টির হাতে। জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচে এগিয়ে থেকে ডাকওয়ার্থ-লুইস মেথডে দক্ষিণ আফ্রিকায় পয়েন্ট হারানোর পর বুধবার একই নিয়মে আয়ারল্যান্ডের কাছে হেরেছে ইংল্যান্ড।
মেলবোর্নে দুই প্রতিবেশী দেশের লড়াইয়ে আগে ব্যাটিং করতে নেমে ১৫৭ রানে অলআউট হয় আইরিশরা। জবাব দিতে নেমে ইংলিশরা ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তখন ৩৩ বলে ৫৩ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। পরে খেলা আর শুরু করতে না পারায় ডাকওয়ার্থ-লুইস মেথডে আয়ারল্যান্ডকে ৫ রানে বিজয়ী ঘোষণা করা হয়।
৮৬ রানে ৫ উইকেট পতনের পর ইংল্যান্ডকে টানছিলেন দুই হার্ডহিটার মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন। দুজন মাত্র ৮ বলে ১৯ রানের জুটিতে অপরাজিত ছিলেন। মঈন ১২ বলে ২৪ ও লিভিংস্টোন ২ বলে ১ রানে ব্যাট করছিলেন। কিন্তু বেরসিক বৃষ্টি ইংলিশদের চরমভাবে হতাশ করল।
১৫৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই ওপেনার জস বাটলারকে হারায় ইংলিশরা। এরপর ১৪ রানে অ্যালেক্স হেলসও আউট! দুজনকেই ফেরান পেসার জস লিটল। ২৯ রানে বেন স্টোকসও পথ ধরেন সাজঘরের। ৮৬ রানের মধ্যে হ্যারি ব্রুক ও ডেভিড মালানও আউট হয়ে গেলে ম্যাচ গেলে পড়ে আইরিশদের দিকে। সেখান থেকে মঈন ও লিভিংস্টোন টানছিলেন। যদিও শেষ রক্ষা হলো না। এর আগে অ্যান্ডি বলবির্নির হাফসেঞ্চুরিতে (৪৭ বলে ৬২) দেড়শোর্ধ্ব সংগ্রহ পায় আয়ারল্যান্ড। এছাড়া লরকান টাকার ২৭ বলে ৩৪ রান করেন। ২১ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে এ দুজন ৮২ রান যোগ করেন। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৯২ রান তোলে আইরিশরা। যদিও পরে দারুণ বোলিংয়ে ১৯.২ ওভারের মধ্যে তাদের ১৫৭ রানে গুটিয়ে দেয় ইংলিশরা। মার্ক উড ও লিভিংস্টোন তিনটি করে এবং স্যাম কারান দুটি উইকেট নেন।
হার শেষে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেছেন, আমি মনে করি, প্রথম ১০ ওভারে আমরা খারাপ করেছি এবং তাদের রান করার সুযোগ দিয়েছি। পরের ১০ ওভারে ভালো করেছি। আসলে আমরা ধারাবাহিক ছিলাম না এবং তারা উইকেটের দুদিক দিয়েই রান করেছে। আয়ারল্যান্ড দারুণ খেলে আমাদের হারিয়েছে। আমরা গ্রুপটি কঠিন করে তুললাম।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.