অনলাইন ডেস্ক : ঋষি কাপুর ও তাপসী পান্নু অভিনীত জুডিশিয়াল ড্রামা ‘মুল্ক’-এর মুক্তির ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ আরোপ করেছেন মুম্বাইয়ের একটি সেশন আদালত।

বন্দনা পুনওয়ানি নামে এক নারীর আবেদনের ওপর শুনানি শেষে আদালত এই স্থগিতাদেশ প্রদান করেন। আগামী ৩ আগস্ট ছবিটি মুক্তির কথা রয়েছে।

জানা গেছে, ছবিটির সাথে সম্পর্ক আছে বানারাস মিডিয়া ওয়ার্কস লিমিটেড নামে একটি প্রডাকশন ও এন্টারটেইনমেন্ট এজেন্সির। ওই এজেন্সিটির কাছে ওই নারী ভাড়া বাবদ বেশ কিছু অর্থ পান। এবং তিনি তা আদালতে প্রমাণ করেন। আর আদালত ওই প্রাপ্ত অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ‘মুল্ক’ ছবিটি মুক্তি না দিতে নির্দেশ দেন।

উল্লেখ্য, ‘মুল্ক’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বানারাস মিডিয়া ওয়ার্কস এবং সোহাম রকস্টার এন্টারটেইনমেন্ট।

জানা গেছে, ওই নারীর দাবিকৃত অর্থের পরিমাণ ৫০ লাখ। এ মাসের প্রথমে তিনি আদালতে অর্থপ্রাপ্তির আবেদন করেন। অতিরিক্ত সেশন জজ এম এইচ শেখ এই স্থগিতাদেশ প্রদান করেন। পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী ২ আগস্ট।