অনলাইন ডেস্ক :
আইপিএলের ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। স্বামী বিরাট কোহলির দলকে সমর্থন করতে মাঠে এসেছিলেন হালের আলোজিত নায়িকা আনুষ্কা শর্মা। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে গলা ফাটাতে এসেছিলেন অরেক নায়িকা ও কিংস ইলেভেন পাঞ্জারের মালিক প্রীতি জিন্তা।


দুজনে দুটি দলের সমর্থন করতে এলেও ম্যাচ চলাকালে মাঠের উত্তাপ প্রীতি ও আনুষ্কার সৌহার্দ্যে ছাপ ফেলেনি। একে অপরের সঙ্গে গল্প করতে দেখা গেল বলিউডের দুই অভিনেত্রীকে। ক্যামেরার সামনে পোজও দিলেন।

স্বামীর দলকে ম্যাচ চলাকালে সমানে উত্সাহিত করে যান আনুষ্কা। কোহলির দল ৪ উইকেটে ম্যাচ জেতার পর উচ্ছ্বাসও প্রকাশ করেন আনুষ্কা। কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচ জিততে না পারলেও প্রীতির উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।