ছবি প্রতীকী

শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়,  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিকটিমের সঙ্গে সুজনের পরিচয় হয়। ভিকটিম পেশায় একজন আবৃত্তি শিল্পী ও লেখিকা। সুজনও একজন আবৃত্তি শিল্পী ও লেখক। ভিকটিম লন্ডন প্রবাসী হওয়ায় বই প্রকাশ ও সাংগঠনিক কারণে ফেসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপে সুজনের সঙ্গে যোগাযোগ হতো।

১ জানুয়ারি ভিকটিম লন্ডনে অবস্থানকালে বাংলাদেশ সময় দুপুর ২টায় সুজন ভাইবারে ভিডিও কল দেয়। ভিকটিম বাথরুমে গোসলরত অবস্থায় তার ভিডিও কলটি রিসিভ করলে সে কৌশলে ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও ডিজিটাল ডিভাইসে পর্ণগ্রাফির উদ্দেশ্যে ধারণ ও সংরক্ষণ করে।

পরে সুজন ডিজিটাল ডিভাইসে ধারণকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে ভিকটিমের কাছ থেকে ২ লাখ টাকা দাবি করে। ভিকটিম মান সম্মান রক্ষার্থে গত ২৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় সুজনকে ২৫ হাজার টাকা দেন।

অতঃপর ভিকটিমের অভিযোগে ২১ জুলাই শাহবাগ থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করা হয়