সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে আরো একজন গৃহিনী (৪৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাজার রোডে আমতলী পৌরসভার ৩নং ওয়াডে তার বাসা।
গত ২৮ এপ্রিল জ্বর দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তার নমুনা নিয়ে ঢাকা আইইসিডিআর পাঠানো হয়। শুক্রবার রাতে আসা রিপোর্টে তাকে করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৬ জন হোম আইসোলেশনে ও ১ জনকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। গত ৯ এপ্রিল একজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানাগেছে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন আক্রান্ত গৃহীনির বাড়ীটি লকডাউন করা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.