ইতালি ও কোরিয়ায় করোনা আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে চীনের বাইরে দক্ষিণ কোরিয়া ও ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

শুক্রবার ইতালিয়ান গণমাধ্যম দ্য লোকাল জানায়, এখন পর্যন্ত ইতালিতে ৬৫০ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালেও এ সংখ্যা ছিল ৪০০। যা গতকালের মোট সংখ্যার অর্ধেকেরও বেশি। এদিকে দেশটিতে এ ভাইরাসে মারা গেছেন ১২ জন।

বিডি-প্রতিদিন/মাহবুব