এসব দাগ দেখে মনে হবে চিরজীবনের জন্য সৌন্দর্য বুঝি চলে গেলো। না, ঘাবড়ানোর কোনো কারণ নেই। সঠিক পরিচর্যা করলে মাত্র কিছুদিনের মধ্যেই স্বাভাবিক ত্বক ফিরিয়ে আনা সম্ভব। এর জন্য প্রয়োজন মাত্র ১ মাস সময়। লাগবে না কোনো ক্রিম বা কৃত্রিম কিছু। ঘরোয়া টোটকায় ফিরে পাবেন দাগহীন আগের সৌন্দর্যে ভরা মসৃণ ত্বক। চলুন জেনে নেয়া যাক উপায়টি-
এই দাগ থেকে মুক্তি দেবে ডাবের পানি। এর জন্য প্রতিদিন তিন বেলা ডাবের পানি দিয়ে মুখ ধুতে হবে। সঙ্গে মাখন আর জাফরান রঙ দিয়ে একটি পেস্ট তৈরি করে ক্ষতের উপর লাগাবেন। তাছাড়াও দুধের সর ত্বকে ব্যবহার করতে পারেন। এতে খুব দ্রুত পক্সের দাগ থেকে মুক্তি মিলবে।