অনলাইন ডেস্ক : চলতি বছরের সবচেয়ে কাক্সিক্ষত আয়োজনগুলোর মধ্যে অন্যতম বলিউড সুপারস্টার সালমান খানের ‘দাবাং : দ্য ট্যুর রিলোডেড’। বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা বিশাল মঞ্চে প্রিয় তারকাদের ঝলমলে জাদু দেখতে মুখিয়ে আছেন। শিগগিরই এই ট্যুর শুরু হবে যুক্তরাষ্ট্রে। চলবে দুই সপ্তাহ। সল্লুর সঙ্গে ট্যুরে থাকবেন তার বিভিন্ন ছবির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনাী সিনহা ও ডেইজি শাহ। এ ছাড়া অংশ নেবেন প্রভুদেবা, মনীষ পল ও গুরু রানধাওয়া। ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে মহড়া। প্রতিদিন অনুশীলন করছেন তারা।
‘দাবাং’ ট্যুরের কনসার্টে কাপড়ে ঝুলে নৃত্য কসরত দেখাবেন ক্যাটরিনা। থাকছে জ্যাকুলিনের পোল ড্যান্সিং। তাদের নিয়ে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ‘সোয়াগ সে স্বাগত’ ও ‘রেস থ্রি’র ‘হিরিয়ে’ গানের তালে নাচবেন ‘সুলতান’ তারকা।
ট্যুরটিতে অংশ নেওয়ার বিনিময়ে সম্মানী পাওয়ার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে থাকবেন ক্যাটরিনা। মেয়েদের মধ্যে একমাত্র ৩৪ বছর বয়সী এ অভিনেত্রীই মোটা অঙ্কের সম্মানী পেতে যাচ্ছেন। এর কারণও আছে। সোনাী, জ্যাকুলিন ও ডেইজির চেয়ে ক্যাটরিনা অসাধারণ নাচিয়ে। একই সঙ্গে বড় তারকাও। তাই তাকে দেওয়া হচ্ছে ১২ কোটি রুপি। এক ট্যুর থেকেই এত বিপুল অর্থ আয়ের নজির খুব কম। সেই তুলনায় সোনাী ও জ্যাকুলিনের সম্মানীর অঙ্ক নস্যি! তারা পাবেন যথাক্রমে ৬ কোটি ও ৮ কোটি রুপি। বোঝাই যাচ্ছে, সোনাীর চেয়ে বেশি টাকা আসবে জ্যাকুলিনের অ্যাকাউন্টে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া