দর্পণ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে গত শুক্রবার পাকিস্তানের দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার দায় শনিবার স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর এএফপির।
দূতাবাসে হামলার ঘটনাকে ‘হত্যাচেষ্টা’ হিসেবে অভিহিত করে নিন্দা জানায় পাকিস্তান। সেই হামলায় এক নিরাপত্তারক্ষী আহত হন। হামলার দায় স্বীকার করে আইএসের আঞ্চলিক শাখা বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে জঙ্গিগোষ্ঠীগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। বিবৃতিতে আইএসের আঞ্চলিক শাখা বলেছে, তারা স্বধর্ম ত্যাগকারী পাকিস্তানি রাষ্ট্রদূত ও তার রক্ষীদের ওপর হামলা করেছে। পাকিস্তানের পধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলাকে মিশনপ্রধানকে (রাষ্ট্রদূত) ‘হত্যার চেষ্টা’ বলে অভিহিত করেন। সেই সঙ্গে তিনি এ ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে কাবুল পুলিশের একজন মুখপাত্র বলেছেন, হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনী দূতাবাসের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এছাড়া দুটি হালকা অস্ত্র জব্দ করা হয়েছে।