আর্জেন্টিনার জালে বল জড়িয়ে ব্রাজিলের ফুটবলারদের উচ্ছ্বাস- ছবি: সংগৃহীত

শনিবার রাতে কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। ফিফা ব়্যাঙ্কিংয়ে ব্রাজিল রয়েছে নবম স্থানে এবং আর্জেন্টিনার অবস্থান ৩৫।

৭ বারের কোপাজয়ী ব্রাজিলের মেয়েদের দাপট চলেছে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত। ২৮ মিনিটে আদ্রিয়ানা লিল দা সিলভার গোলে এগিয়ে যায় তারা। এর ৮ মিনিট পর আবারো আলবিসেলেস্তেদের জালে হানা দেয় ব্রাজিল। এবার পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বিয়াত্রিজ।

FIM DE JOGO! QUE VITÓRIA!

Grande atuação na estreia! Com gols de Adriana (2x), Bia Zaneratto e Debinha, as venceram o primeiro jogo da ! Vamos por mais! 💪🇧🇷

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও তাদের শক্তিমত্তার সামনে কুলিয়ে উঠতে পারেনি আকাশি-সাদার প্রতিনিধিরা। ৫৮ মিনিটে ম্যাচে আদ্রিয়ানার দ্বিতীয় গোল এবং শেষদিকে ৮৭ মিনিটে দেবোরা ক্রিশ্চিয়ানের গোলে বড় জয় নিশ্চিত করে ব্রাজিল।

এ জয়ে কোপা আমেরিকা ফেমেনিনা ২০২২-এ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। অন্যদিকে তলানিতে ঠাঁই পেয়েছে আর্জেন্টিনা। গ্রুপ বি-তে ব্রাজিল-আর্জেন্টিনার অন্য তিন প্রতিপক্ষ হচ্ছে ভেনিজুয়েলা, পেরু ও উরুগুয়ে।