নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের ৩০ বছর বয়সী মাসুদ রানা ও তার ভাই ভাই কামরুল ইসলাম রিপনের ছেলে সাত বছরের ফাহাদ হোসেন।
নিহত মাসুদের চাচা মো. শাহ আলম বলেন, পরিবারসহ কুমিল্লা নগরীর তালপুকুর পাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন মাসুদ। রোববার কোরবানির গরু কাটার কাজ শেষে মোটরসাইকেলে করে ভাতিজাসহ মাংস নিয়ে কুমিল্লায় রওনা দেন। জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চাচা-ভাতিজা নিহত হন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।