আমি বললাম: আমার আবেগ?
তিনি বললেন: ওটাকে পুড়তে দাও।
আমি বললাম: আমার হৃদয় নিয়ে কী করব আমি?
তিনি বললেন: আগে আমাকে বলো ওটার মধ্যে কী ধারণ করছ তুমি?
আমি বললাম: বেদনা ও দুঃখ।
তিনি বললেন: ওদের সঙ্গে বাস করো। ক্ষত হলো সেই জায়গা, যেখান দিয়ে তোমার মধ্যে আলো প্রবেশ করবে।’