আলিম সোহেল

পুলিশ গুলি করে আর এলাকাবাসী পিটিয়ে মারে। দেশে রামরাজত্ব চলছে বলেই সবাই মনে করছেন। গত এক বছরে ১৩৪ জন গণপিটুনিতে মারা গেলেও বিচারিক কার্যক্রম শেষে শাস্তি হয়নি একজনেরও। আর এতেই কতিপয় এলাকার এলাকাবাসীরা দূর্ধর্ষ হয়ে উঠছে।
কেউ সালমান খান কেউ নিজেকে আমির খান মনে করে চোর ডাকাত সন্দেহে নিরীহ জনতাকে এমন ধোলাই দেন যে তাদের সাথে সাথেই ভবলীলা সাংগ হয়ে যায়। কয়েকদিন আগে কল্লাকাটা গুজবে অনেকেই মারা গেছেন গনপিটুনিতে। দেশের বিচারিক কার্যক্রম যখন মুখ থুবড়ে পড়ে তখন অপরাধ মাথাচারা দিয়ে ওঠে। অন্তত একটা গনপিটুনির যদি সুষ্ঠু বিচার হতো অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক সাজা পেত তাহলে এত এত সালমান খানদের আমাদের দেখতে হতো না। যেখানে দেশের সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে সাজা নিশ্চিত করতে হবে সেখানে আইন নিজের হাতে তুলে নেয়াটা কখনোই ঠিক নয়। এলাকার সালমান খানদের বোঝা উচিত যাকে মারছি তারও পরিবার রয়েছে সে নিজেও আমারই মতো রক্তমাংসের মানুষ। পুলিশেরও যারা সালমান খান রয়েছেন বিষয়টি তাদের ভাবা উচিত। সামান্য সংবাদকর্মী হিসেবে বিষয়টি তুলে ধরার তাগিদ অনুভব করলাম। প্রশাসনের এখানে লক্ষণীয় ভূমিকা রাখা প্রয়োজন।