এসকে আব্দুল্লা, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর তেকে র্যালী বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও বাসভবন সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভুমি) গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রদান অতিথি ছিলেনস্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার মিতা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কে এক আব্দুল হালিম, কৃষি কর্মকর্তা আব্দুল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফা, পৌর আওয়ামীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.