অনলাইন ডেস্ক :
অ্যান্টনি গ্রিজম্যান ও পল পগবার গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। গোললাইন প্রযুক্তির সাহায্যে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে দলটি। শনিবার দিনের প্রথম ম্যাচে ফ্রান্স ২-১ গোলে জয়লাভ করেছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছু নাটকীয়তা শেষ পর্যন্ত ফ্রান্সের পক্ষে যায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুটি পেনাল্টি গোল পায় দু’দল। ৫৮ মিনিটে অস্ট্রেলিয়ার বক্সে বল পেয়ে ছুট লাগিয়েছিলেন গ্রিজমান। স্লাইডিং ট্যাকলে তাঁকে বাধা দিতে গিয়ে ফাউল করে বসেন জশ রিডসন। মাঠের রেফারি পেনাল্টির সিদ্ধান্ত না দিলেও ‘ভিএআর’ জানিয়ে দেয় এটা পেনাল্টি। তার গোলের ঠিক তিন মিনিট পরই উমতিতি অস্ট্রেলিয়ার অ্যারন মুয়ির ফ্রি-কিক লাফিয়ে ‘ক্লিয়ার’ করতে গিয়ে হেডের বদলে হাত দিয়ে ছুঁয়ে ফেলেন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে উমতিতির দেওয়া সুযোগটা কাজে লাগান অস্ট্রেলিয়ার মিডফিল্ডার মাইল জেডিনাক। পগবার গোলে শেষ পর্যন্ত জয় পেয়েছে ফ্রান্স। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়ে স্বস্তিতে ম্যাচ শেষ করে দিদিয়ের দেশমের দল। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে অস্ট্রেলীয় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তার ভাসানো শট ২-১ গোলের জয় এনে দিয়েছে ফ্রান্সকে। তার এই গোলটিতে প্রযুক্তির সাহায্য লেগেছে। শটটি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গিয়ে ক্রসবারে লেগে মাটিতে ড্রপ করে। বলটি যে গোল লাইনের ওপারে পড়েছিল, সেটি গোল লাইন প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত হয়