জামালপুর: উৎপাদন বন্ধ ঘোষণা করেছে দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লি.।
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত এ কারখানায় গ্যাস সংকটের পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
এ সময়ে কারখানার উৎপাদন বন্ধের কারণে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও উত্তরবঙ্গসহ ১৬ জেলায় চলতি রোপা আমন মওসুমে ইউরিয়া সারের সংকটের আশঙ্কা করছেন সার ডিলার ও কৃষকরা।
তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, সার মজুদ আছে, কোনো সংকট হবে না।
তারাকান্দি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়িত্বে থাকা কর্মকর্তা নুর ইসলাম বলেন, গ্যাসের চাপ কম থাকায় আমরা যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ করতে পারছি না। চাপ বাড়লে গ্যাস সরবরাহ করা হবে।
এ ব্যাপারে যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, যমুনায় চাহিদামাফিক গ্যাস সরবরাহ না থাকায় মঙ্গলবার সকাল থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সার মজুদ রয়েছে, সংকটের কোনো আশঙ্কা নেই।