চেন্নাইয়ে তৃতীয় লিঙ্গদের ঘর বানাতে দিয়েছেন দেড় কোটি রুপি। এই প্রথম মাথার ওপর স্থায়ী ছাদ পেতে চলেছেন সেখানকার প্রান্তবাসীরা
একুশ শতক পেরিয়ে যাওয়ার পথে। তবু ওরা প্রান্তিক, অচ্ছুৎ। কারণ, প্রকৃতির খেয়ালে স্বাভাবিক নিয়মের বাইরে তাদের শরীর। ইদানীং অবশ্য “হিজড়া”র বদলে টুকরো সম্মান মেশানো শব্দ “তৃতীয় লিঙ্গ” শুনছেন। এবার তাদের পাশে দাঁড়ালেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। তার সঙ্গী হয়েছিলেন “লক্ষ্মী বম্ব” সিনেমার নির্দেশক রাঘব লরেন্স।
চেন্নাইয়ে তৃতীয় লিঙ্গদের ঘর বানাতে তারা দিলেন দেড় কোটি রুপি। এই প্রথম মাথার ওপর স্থায়ী ছাদ পেতে চলেছেন সেখানকার প্রান্তবাসীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই খবর ছড়িয়ে যেতেই আবার সকলের প্রসংশায় পঞ্চমুখ অক্ষয়। একইসঙ্গে ফের ছকভাঙা সমাজসেবায় সামিল তিনি।
তৃতীয় লিঙ্গদের পাশে দাঁড়ানোর জন্য অক্ষয়কে বিশেষ ধন্যবাদ জানান নির্দেশক রাঘবও । বলেন, তাকেও অক্ষয় এমন ভালো কাজের সঙ্গে যুক্ত করায় ভীষণ গর্ব বোধ করছেন তিনি।
খুব শিগগিরই মুক্তি পাবে অক্ষয় কুমার-রাঘব লরেন্সের “লক্ষ্মী বম্ব”।