মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া এলাকার মুনতাজ মণ্ডলের ছেলে সাহাবুল ইসলাম ও তার স্ত্রী মারিয়া আহমেদ। এর মধ্যে মারিয়া পলাতক রয়েছেন।
নিহতের নাম জালাল উদ্দিন। ৭০ বছর বয়সী জালাল কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা মধ্যপাড়ার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, ২০২০ সালের ২৫ জানুয়ারি সকালে জালালকে বাসায় রেখে শাড়ি-কাপড় বিক্রি করতে যান স্ত্রী রিনা খাতুন। দুপুর ১২টার দিকে বাড়িতে এসে দেখেন বাড়ির দরজা ভেতর থেকে আটকানো। পরে ভাড়াটিয়া সাহাবুলের বাসার গেট দিয়ে ঘরে ঢুকে দেখেন লেপ দিয়ে ঢাকা তার স্বামীর গলাকাটা লাশ পড়ে আছে। এ ঘটনায় একই দিন কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী।
চুরি করতে ব্যর্থ হওয়ায় জালালকে বটি, ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সাহাবুল ও তার স্ত্রী মারিয়া। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০২১ সালের ৩১ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেয় আদালত।