প্রাথমিক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় বিভিন্ন থানা এলাকায় পরীক্ষামূলকভাবে অনলাইনে জিডি করা যাচ্ছে। যাত্রা সফল হলে পরবর্তীতে সারাদেশেই এই সুবিধা চালু করা হবে।
যেভাবে রেজিস্ট্রেশন ও জিডি করবেন-
প্রথম ধাপ
* রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।
* জাতীয় পরিচয়পত্র নম্বর টাইপ করতে হবে।
* বর্তমান ঠিকানাটি লিখতে হবে
* তুলতে হবে লাইভ ছবি ।
* সচল মোবাইল (পরবর্তী সময়ে আপনার ইউজার নেম) ও ই-মেইল (যদি থাকে) এবং পাসওয়ার্ড প্রদান করতে হবে।
* আপনার পরিচয় নিশ্চিত করার জন্য এসএমএসের মাধ্যমে একটি কোড (ওটিপি) আপনার দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে।
* কোডটি (ওটিপি) যথাস্থানে সঠিকভাবে লিখতে হবে।
দ্বিতীয় ধাপ
অভিযোগের ধরন এবং আপনার কী হারিয়েছে অথবা কী খুঁজে পেয়েছেন তা নির্বাচন করতে হবে এবং কোন জেলায় ও কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করে ঘটনার সময় ও স্থান লিখে ‘পরবর্তী’ ধাপ বাটনে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ
* আপনার বর্তমান ঠিকানা ও ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত লিখতে হবে।
* অভিযোগ সম্পর্কিত কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো যুক্ত করুন। ‘সাবমিট’ বাটনে ক্লিক করে জমা দিতে হবে অথবা এডিট বাটনে ক্লিক করে ফরম পূরণে কোনো সমস্যা হলে তা সমাধান করতে হবে।
* আবেদন সম্পন্ন হলে পরবর্তী সময়ে লগইন করে জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে। লগইন পেজে ইউজারের ঘরে আপনার মোবাইল নম্বর এবং আগে প্রদানকৃত পাসওয়ার্ড দিয়ে লগইন-এ ক্লিক করতে হবে।
* চাইলে জিডির কপি ডাউনলোড করে সেটির সফট কপি অন্য কাউকে পাঠানোও যাবে। এছাড়া প্রতিবার ওয়েবসাইটে লগইন করে জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে।