ছবি- সংগৃহীত

এ বিষয়ে জুঁই বলেন, ‘মরার কৌকিলে’ গানটি তুহিন ভাই দারুণ সুর করেছেন। পাশাপাশি হাবিব ভাই নতুনত্ব নিয়ে ভিডিও নির্মাণের চেষ্টা করেছেন। আমি আশা রাখি গানটি দর্শকদের কাছে উপভোগ্য হবে।

জানা যায়, জুঁইয়ের জন্মদিন উপলক্ষে আগামী ২৯ ফেব্রুয়ারি গানটির ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। 

এদিকে জুঁইয়ের কণ্ঠে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জীবন মানে যন্ত্রণা’, ‘বুঝলা না’, ‘পোষা পাখি’, ‘বিধি’, ‘কী জাদু’, ‘চান্দের আলো’সহ বেশকিছু গান। সম্প্রতি রাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার ‘কি মায়া’ শিরোনামে নতুন একটি গান।