অনলাইন ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানের বাসভবনে হামলা চালানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতেই তাকে ফোন করেছিলেন।
রোববার রাত সাড়ে তিনটার দিকে উপাচার্য ড. আখতারুজ্জামান গণমাধ্যমের সামনে আসেন এবং বলেন প্রধানমন্ত্রী তাকে ফোন করেছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে উপাচার্যের পাঁচ মিনিটের মতো কথা হয়। উপাচার্য প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, এই কাজ যারা করেছে তারা শিক্ষার্থী হতে পারে না। আমার বাসভবনে ভাঙচুর করা হয়েছে। পরিবারের বাকি সদস্যরা কোথায় আছেন তা জানি না।
কোটা সংস্কার আন্দোলনে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে রোববার গভীর রাত পর্যন্ত। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায়। আজ সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বসার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ঢাবি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনকারী ও বহিরাগতরা উপাচার্যের বাসভবনে হামলা করলে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা তাকে রক্ষা করেন।