ঢাকা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, দক্ষতা নেই বলে নেতিবাচক রাজনীতির দিকে বিএনপি ধাবমান। তাই তারা এ দেশকে ধ্বংস করার এজেন্ডা হাতে নিয়েছে।

তিনি বলেন, বিএনপি ভেবেছে হত্যা, কু, নৈরাজ্য সৃষ্টি করে বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করা যাবে। কিন্তু বিএনপির বিদেশি প্রভুরা বলে দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তাদের বলার কিছু নেই, তারা হস্তক্ষেপ করবে না।

সোমবার (২৮ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

পরশ বলেন, বর্তমান জটিল রাজনৈতিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কোনো নেতার রাষ্ট্র পরিচালনা করার কোনো যোগ্যতা নেই, দক্ষতা নেই, সক্ষমতা নেই। না আছে খালেদা জিয়ার, না আছে তার পুত্র তারেক জিয়ার। তারা দুজনই অযোগ্য।

তিনি বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডপ্রাপ্ত আসামি। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২১ আগস্ট ও অর্থপাচার মামলার সাজাপ্রাপ্ত আসামি। সেই অর্থপাচারের টাকা বিদেশ থেকে উদ্ধার করে ফেরতও আনা হয়েছে। সুতরাং বিষয়টি দিবালোকের মতো পরিষ্কার। তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত দুর্নীতিবাজ। নির্বাচনে যাওয়ার পথও তাদের নেই।